প্রকাশিত: Tue, Apr 30, 2024 12:09 AM
আপডেট: Fri, Jul 11, 2025 10:03 PM

[১]ইউপি চেয়ারম্যানদের পদত্যাগ করতে হবে: চেম্বার আদালত

আদালত প্রতিবেদক: [২] ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে পদত্যাগ না করে উপজেলা নির্বাচনে দুই চেয়ারম্যানের মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এই আদেশের ফলে পদত্যাগ না করা দুই ইউপি চেয়ারম্যান উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

[৩]হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে করা নির্বাচন কমিশনের পক্ষে করা আবেদনের শুনানি নিয়ে সোমবার আপিল বিভাগের চেম্বার জজ আদালত এই আদেশ দেন।

[৪]এদিন নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। অন্যদিকে দুই চেয়ারম্যানের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও শাহদীন মালিক।

[৫]এর আগে ইউনিয়ন পরিষদ থেকে পদত্যাগ না করায় উপজেলা নির্বাচনে দুই চেয়ারম্যানের মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। সম্পাদনা: কামরুজ্জামান